শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রতিবন্ধী আটক

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় মনজের বিশ্বাস নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম রেজা ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, এলাকায় মনজের পাগল নামে এক ব্যক্তি ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে প্রবেশ করে একে একে প্রতিমার মাথা খুলে নিচে রাখা বালতির পানিতে চুবাচ্ছেন।

ফুলহরি মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার ভোর ৪ টা পর্যন্ত আমাদের লোকজন এখানে পাহারায় ছিলো। পাহারাদাররা চলে গেলে মনজের পাগল মন্দিরে ঢুকে অসুর, কার্তিক, সরস্বতিসহ ৬টি বিগ্রহের মাথা ভেঙে ফেলে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে তারা মন্দিরে এসে দেখতে পান প্রতিমার মাথা নেই।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পূজা হয় তিনি সেখানে যান। আমাদের এই মন্দিরেও তিনি এসেছিলেন। মন্দিরে খাওয়া- দাওয়া করেন। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখা দরকার।

পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, মন্দিরের এক কিলোমিটারের মধ্যেই তার বাড়ি। এলাকায় সবাই তাকে মনজের পাগল নামে ডাকে। এমনকি তিনি প্রতিমা গড়ার সময় কারিগরদের মাটিও এনে দেন বলে গ্রামবাসী তাদের জানিয়েছেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।