পরিচয় মিলেছে আখতারের ওপর ডিম নিক্ষেপকারীর

0

লোকসমাজ ডেস্ক॥ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে নিউইয়র্ক পুলিশ একজন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান এবং তিনি সিলেটের বাসিন্দা। পুলিশ তাকে জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করে হাতে হাতকড়া পরিয়ে হেফাজতে নেয়।

এ ঘটনার পরে হামলার প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম, যারা জীবনের ঝুঁকি নিয়েও দাঁড়িয়েছিল। অতএব কারও ভাঙা ডিম আমাদের ভয় দেখাতে পারবে না।

এনসিপি নেতা আরও বলেন, এই ঘটনার মাধ্যমে আবার প্রমাণিত হলো, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। জন্মগত এবং প্রকৃতিগতভাবে তাদের কর্মকাণ্ডই সন্ত্রাসের সঙ্গে যুক্ত। জুলাই মাসের অভ্যুত্থানের সময়ও তারা এই ধরনের হামলার চেষ্টা করেছে, এতে আমরা আর অবাক হই না।