শার্শায় ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা সভা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ‘হলদে পাখি’ (সম্পূরক শিক্ষা) সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সহধর্মিণী ডা. তাসনীমা হাসান (নাতাশা)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহানা বানু। শার্শা উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, শিক্ষক মনোয়ারা খাতুন, নাজমুন নাহার, রেবেকা সুলতানা শিল্পি,জোহরা খাতুন, শাহানাজ আক্তার প্রমুখ।

সভায় বক্তারা সমাজের অবহেলিত কিশোরীদের নিয়ে আলোচনা করেন। এই কার্যক্রম প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়েদের জন্য সম্পূরক শিক্ষা হিসেবে প্রচলিত। যেখানে একটি হলদে পাখির ঝাঁক গঠন করা হয়। মেয়েদের শিক্ষামূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়।