অনলাইনে জুয়া খেলার অভিযোগে যবিপ্রবি শিক্ষার্থী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ অনলাইনে জুয়া খেলার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আশিকুল হক অন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমতলী ফুলবাড়িয়া এলাকার এনামুল হকের ছেলে।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, গত রোববার রাত সোয়া ১১টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুড়ামনকাটি বাজারের ভাই ভাই রেস্টুরেন্টের সামনে কতিপয় ব্যক্তি অনলাইনের অবৈধ জুয়া খেলছেন। এ খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। এসময় কয়েকজন পালিয়ে গেলেও আশিকুল হক অন্তুকে আটক করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আশিকুল হক অন্তু অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন। তার কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি এন্ডোয়েড মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

সোমবার ডিবি পুলিশ আটক আশিকুল হক অন্তুকে আদালতে সোপর্দ করে। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আদালত এলাকায় গেলে আশিকুল হক অন্তুর পক্ষ নিয়ে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছেন যবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী মারুফ হোসেন সুকর্ণ।

এছাড়া ডিবি পুলিশের সাথেও অশোভন আচারণ করেছেন সুকর্ণ। দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক শিমুল ভূঁইয়া জানান, একজন আটক ব্যক্তির পক্ষ নিয়ে সংবাদ কর্মীদের সাথে খারাপ আচরণ করা হয়েছে।