যশোরে বিএনপি’র অফিস ভাঙচুর মামলার আসামি যুবলীগ নেতা চিমার আদালতে আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার আসামি যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় তিনি আদালতে জামিনের আবেদনও করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আত্মসমর্পণকারী হাদিউজ্জামান চিমা উপশহর এলাকার মোকারম হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারে পতনের একদিন আগে গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল থেকে জেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এম এ গফুর কোতয়ালি থানায় মামলা করেন। যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ওই মামলার এজাহারভুক্ত আসামি।