চৌগাছায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার আন্দুলিয়া দাখিল মাদ্রসার হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাদ্রসা সুপার আব্দুল কাদেরের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন মানবপাচার প্রতিরোধ টিমের লিডার নাইমুল হাসান, সহকারী টিম লিডার সাজ্জাদ হাসান, সাকিব হাসান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক, কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েল প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেনসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে মানবপাচার প্রতিরোধের ওপর নাটক, গল্পসহ নাটক মঞ্চন্থ করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।