তালায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

0

তালা(সাতক্ষীরা)সংবাদদাতা ॥ তালায় তরুণীকে ধর্ষণের অভিযোগে শামীম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে পুলিশ উপজেলার খলিলনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ভুক্তভোগী তরুণী রোববার তালা থানায় মামলা করেন।

এজাহারে তরুণী উল্লেখ করেছেন, বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল শামীম হোসেন।

বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে ওই দিন রাতেই গ্রেফতার করা হয়েছে। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।