যশোরে একটি কোম্পানির ডিপো ইনচার্জকে ধর্ষণের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পশু খাদ্য বিক্রেতা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিলার সোহেলের বিরুদ্ধে নারী ডিপো ইনচার্জকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রোববার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, যশোরে তিনি একটি কোম্পানির ডিপো ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্ত সোহেল একই কোম্পানির ডিলার।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে শহরের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোহেল তাকে কু-প্রস্তাব দেন। এতে তিনি রাজী না হলে সোহেল তার কাছ থেকে মোবাইল ফোনসেট কেড়ে নিয়ে মারধর এবং খুনের হুমকি দিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, তিনি ধর্ষণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে ভুক্তভোগী নারী কোনো কোম্পানির ডিপো ইনচার্জ কিনা তা তিনি জানেন না।