মহেশপুরে ভিডিপি সদস্যের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে আনসার ও ভিডিপির এক সদস্যকে দেওয়া পাকা ঘর তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার ফলে নতুন ঘরে ওঠার আগেই দুশ্চিন্তায় পড়েছেন উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুন।

সরজমিনে জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অসহায় ভিডিপি সদস্যদের জন্যে ৪ লাখ টাকা ব্যয়ে ঘর বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দের ঘর পান উপজেলার নস্তী গ্রামের উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুন। কিন্তু ঘর নির্মাণে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।

রেবেকার নামে ঘর বরাদ্দ হওয়ায় প্রথমে খুশি হলেও নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর তৈরির ফলে নতুন ঘরে ওঠার আগেই দুশ্চিন্তার পড়েছেন তিনি।

রেবেকা খাতুনের অভিযোগ, সারা দিন অফিসে থাকার কারণে ঘর নির্মাণ কাজ দেখার সময় দিতে পারি না। সকালে অফিসে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরতে হয়। সেই সুযোগে নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করছে। বাথরুমের দরজা খুলতে গেলেই পড়ে যাচ্ছে। রঙিন টিন দেওয়ার কথা থাকলেও দিয়েছে নিম্ন মানের টিনসহ অন্যান্য সামগ্রী।

তিনি আরও বলেন, এই ঘরটি জেলা স্যারের দায়িত্বে করা হচ্ছে। তিনি লেবারসহ সব মালামাল জেলা থেকে নিয়ে আসেন। মিস্ত্রিরা আমার কোন কথা শোনেন না। তাদের মতো তারা কাজ করে চলে যায়। জেলা স্যারকে বললে স্যার বলেন সমস্যা হলে ঠিক করে দেওয়া হবে।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন বলেন, রেবেকার ঘরটি জেলা স্যারের দায়িত্বে করা হচ্ছে। কিছু কাজ নিম্ন মানের হয়েছে। আমি দেখে এসেছি। এ বিষয়ে স্যারকে জানিয়েছি। তিনি জানান, যেমন বরাদ্দ তেমন হচ্ছে ।

ঝিনাইদহ জেলা আনসার-ভিডিপি কমান্ডার মিজানুর রহমান বলেন, বরাদ্দ অনুযায়ী ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। কিছু জানার থাকলে জেলা অফিসে আসেন বলে ফোন কেটে দেন।