চৌগাছায় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক ও এড্যাঃ আলীবুদ্দিন খান, এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম ও প্রভাষক বি.এম. হাফিজুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আল মামুন আব্দুল্রাহ, আব্দুল মজিদ, জহুরুল ইসলাম বাবু, মুসা খাঁ, আলাউদ্দিন, মোবারক হোসেন, আনিছুর রহমান, প্রভাষক ড. জহুরুল ইসলাম, আইনাল বিশ্বাস, মহিদুল ইসলাম, আজগার আলী, আবু সালাম, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, মাস্টার সহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম ভোদর, নাজমুজ্জামান খোকন, সাহেব আলী, হাকিম হাবিবুর রহমান খোকা, জাফর ইকবাল, আবু তালেব, শাহ আলম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, জালাল উদ্দিন, নজরুল ইসলাম।

এছাড়াও সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান ও রানা ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন, কৃষক দলের সভাপতি আজগার আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আবু বকর, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।