কলারোয়া সীমান্ত ৩০ হাজার ডলার ফেলে পালালো চোরাকারবারি

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। গত বুধবার কলারোয়ার তেঁতুলতলা নামক স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া পলিথিন ব্যাগে রক্ষিত ওই ডলার জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কলারোয়ার মাদরা সীমান্তের তেঁতুলতলা নামক স্থান দিয়ে মার্কিন ডলার পাচার হবে। এ সংবাদে তারা ওই স্থানে কৌশলে অবস্থান নেন।

এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে সে একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবির টহল দল ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ডলার পায়।