যশোরে কোটি টাকা মূল্যের সোনার পাঁচটি বারসহ পাচারকারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে পাঁচটি সোনার বারসহ পাচারকারী আবু বকর সিদ্দিকীকে (২৬) আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে মুড়লি মোড় বাসস্ট্যান্ড থেকে ওই সোনা পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ১ কোটি টাকারও বেশি।

যশোর বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়লি মোড় বাসস্ট্যান্ডে অভিযান চালান।

এ সময় সেখান থেকে আবু বকর সিদ্দিকী নামে ওই সোনা পাচারকারীকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৬৯৭ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য ১ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা।

আটক আবু বকর সিদ্দিকী ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার মো. সাইজদ্দিনের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাচালানীদের কাছ থেকে আবু বকর সিদ্দিকী সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন। সোনার বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

বিজিব অধিনায়ক আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত তিন মাস ধরে এই প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে সোনা পাচারকারীদের আটকে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।