চৌগাছায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব ও পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সহসভাপতি মোবারেক হোসেন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হারিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান ও আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম ও প্রভাষক বিএম হাফিজুর রহমান, আব্দুল আলিম প্রমুখ।

এ সময় বিএনপি নেতা আইনাল বিশ্বাস, আব্দুল আলিম, সামছুর রহমান, সহিদুল ইসলাম, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম মাফি, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুবনেতা মিতু হোসেন, রকি, কামরুজ্জামন, কৃষকদল নেতা মিলন বিশ্বাস, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল উদ্দিন, ছাত্রদল নেতা মামুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।