ইউএনও ভুপালী সরকারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা তৌফিক রেজা টোকন, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন ফেন্ডস্ টুয়েন্টির সাবেক সভাপতি আরাফাত কল্লোল, অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল আলম, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মাহামুদ হাসান, আখিঁ খাতুন, সায়েদ আলী বিশ্বাস, গদখালী ফুল বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, রনজিৎ বাবু প্রমুখ।

বক্তারা বলেন, ভুপালী সরকার এক বছরে সততা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে ঝিকরগাছাবাসীর কাছে প্রিয় হয়ে উঠেছেন। তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।