শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সেতাই গ্রামের কামরুজ্জামান টুটুল ফকির তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তারই আমবাগানের ভেতর দিয়ে মাছের ঘেরে টানা লাইনে বিদ্যুৎ সংযোগ দেন। তিনি তার আমবাগান একই গ্রামের জালাল শেখের কাছে লিজ দেন। জালাল শেখ গত বৃহস্পতিবার গাছের শুকনো ডাল কাটার সময় বিদ্যুতের টানা লাইনের তার কেটে বাগানের ভেতর পড়ে থাকে।

গত শুক্রবার সকালে সেতাই গ্রামের নুর মুহাম্মাদের ছেলে শিহাব উদ্দিন (১৪), ফারুক হোসেনের ছেলে ইজতেহাদ আহমেদ (১৪), সাহেব আলীর ছেলে নুরনবী (১৪) ও আনারুল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৪) ওই পথ দিয়ে যাওয়ার সময় রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।