কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে গাছ কাটার অভিযোগ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদাদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের দেওয়া ১৪৪ ধারা উপেক্ষা করে বোনের পৈত্রিক ফারাজের প্রায় ৯ শতাংশ জমির বড় ২টি রেইনট্রি কেটে বিক্রির অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামে। এ ঘটনায় বাধা দেওয়া মারধরের ঘটনায় গত ২৩ আগস্ট থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী বোন ।

উপজেলার পারখিদ্দা গ্রামের মৃত আব্দুল গণী বিশ্বাসের ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে মোছা রোকেয়া বেগম (৫৫) ছোট। আনুমানিক ৩০ বছর আগে গাছ কেটে নেওয়া জমিতে রোকেয়া বেগমের স্বামী মৃত শাহজান শেখ কয়েকটি রেইনট্রি রোপণ করেন। এরমধ্যে ২ টি গাছ বেঁচে যায়। যার বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা।

কয়েক বছর আগে রোকেয়া বেগমের পিতা গনি বিশ্বাস জীবিত থাকা অবস্থায় সন্তানদের সম্মতিতে প্রত্যেককে জমি ভাগ করে দেন। সে হিসেবে ৯ শতাংশ জমি পান রোকেয়া বেগম। জমিটি তখন থেকে রোকেয়া বেগমের নামে রেকর্ড ও ভোগ দখলে আছে । কিন্তু হঠাৎ করে গত মাসে ভাই আবুল কাশেম দাবি করেন ওই জমির বড় ২ টি রেইনট্রি তার ।

রোকেয়া বেগম বলেন, গত ২৩ আগস্ট আমার ভাই আবুল কাশেম লোকজন নিয়ে ২ টি রেইনট্রি জোর করে কেটে নেয়। এ সময় আমি আমার ছেলে ও মেয়ে বাধা দিতে গেলে ভাই আবুল কশেম, তার ছেলে রুবেল, আমার চাচাতো ভাই ইউসূফ ও তার ছেলে ইসমাইলসহ ৪/৫ জন আমাদের মারধর করে আহত করেন। বিষয়টি উপজেলার তত্তিপুর ফাঁড়ির আইসি এসআই শামিমকে জানালে তিনি আমাদের আদালত থেকে ১৪৪ ধারা জারি করে আনতে বলেন। আইসির পরামর্শ অনুযায়ী আমরা আদালত থেকে ১৪৪ ধারা জারি করা কাগজ থানায় জমা দেই। তারপর ১৪৪ ধারা উপেক্ষা গাছ ২ টি বিক্রি করেন আবুল কাশেম।

তত্তিপুর ফাঁড়ির আইসি এসআই শামিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর আমি রোকেয়া বেগমের ভাই আবুল কাশেমকে গাছ কাটতে নিষেধ করি। জবাবে আবুল কাশেম বলেন, আমার পিতার হাতের লাগানো গাছ আমি বিক্রি করবো তাতে আপনি বাধা দেবেন কেন?