ঝিকরগাছায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় এসএসসির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে সোমবার সকালে সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজে অনুষ্ঠিত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান আলোচক ছিলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। বিশেষ আলোচক ছিলেন, জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি উবে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড.স্বপন কুমার ঘোষ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ও যশোরের শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান।