প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের

0

লোকসমাজ ডেস্ক ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এই তথ্য জানান। তিনি বলেন, শিক্ষাবর্ষের ক্যালেন্ডার থেকে অপ্রয়োজনীয় ছুটি কমানোর চিন্তা করা হচ্ছে, তবে সাপ্তাহিক ছুটি দুদিনই থাকবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান যে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত সময় দিতে বাধা সৃষ্টি করে এবং শিখন ঘাটতি তৈরি করে। এই শিখন ঘাটতি পূরণের জন্যই ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে স্কুলের বার্ষিক ছুটি ৭৬ দিন এবং কলেজের ছুটি ৭১ দিন। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার। এছাড়াও শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে বিরত রাখার উদ্যোগও নেওয়া হবে বলে তিনি জানান।

এর আগে গত মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় ছুটি কমানোর বিষয়ে আলোচনা হয়েছিল।