যশোরের রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ সিআইডির পর এবার যশোর শহরতলীর রাজারহাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার ভোরে পরিচালিত অভিযানে ১ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন, রামনগর মোল্লাপাড়ার শুকুরের ছেলে রেজওয়ান হোসেন, ধোপাপাড়া পুকুরকুল এলাকার শাকের আলীর ছেলে ইউসুফ শেখ ও মোতাহার সরদারের ছেলে জাবেদ সরদার।

ডিবি পুলিশের ওসি মো. মনজুরুল হক ভূঞা জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, রাজারহাট এলাকায় মাদক বিকিকিনি হচ্ছে। এ খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালিয়ে উল্লিখিত ৩ জনকে আটক করা হয়।

পরে আটক ৩ জনের মধ্যে রেজওয়ানের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা এবং অপর দুই জনের কাছ থেকে ১শ’ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রেজওয়ানের বিরুদ্ধে মাদকের ২টি মামলা, ইউসুফের বিরুদ্ধে ৩টি এবং জাবেদের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।