যশোরে তথ্য অধিকার আইন নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে যশোর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই) ভবন মিলনায়তকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় পিটিআই যশোরের সুপারিনটেন্ডেন্ট গোলাম মোস্তফা বলেন, তথ্য জানার অধিকার সকল নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার প্রয়োগের প্রধান হাতিয়ার হলো তথ্য অধিকার আইন ২০০৯।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা তথ্য অধিকার আইন, তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়া এবং তথ্য না পেলে আপিল করার পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। কর্মশালায় ১৭০ জন প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক ও পিটিআইয়ের ১২ জন অফিস স্টাফসহ মোট ১৮৫ জনের বেশি অংশগ্রহণ করেন।

কর্মশালায় সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল বলেন, তথ্য অধিকার আইন একটি নাগরিক রক্ষাকবচ। টিআইবি জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে। এজন্য এ বিষয়ে সবার ধারনা থাকা উচিৎ।

কর্মশালায় সনাক সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কমা, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ইয়ূথ এনগেইজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) লিডার মো. রেজা, ইয়েস সহ-দলনেতা ওসমান গণি ও রিয়া আফরিন তরু ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।