নিখোঁজ মেয়ের সন্ধান মিলেছে, ততক্ষণে না ফেরার দেশে মা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মেয়ে নিখোঁজ প্রায় এক সপ্তাহ। কিন্তু যখন মেয়ের সন্ধান মিললো তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন মা। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উজেলার সিংহঝুলী ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামে।

চৌগাছার পিতাম্বরপুর গ্রামের আবু কালামের মেয়ে ফাতেমা খাতুন (১৮) গত ৩০ আগস্ট বাড়ির কাউকে কিছু না বলে চলে যান। কোথায় গেছেন, কেন গেছেন কেউ বিষয়টি জানেন না বলে দাবি পরিবারের। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে ব্যাকুল মা মুসলিমা খাতুন (৪০)। কিন্তু গত এক সপ্তাহে মেয়ের কোনই খোঁজ না পেয়ে অস্থির হয়ে ওঠেন মা মুসলিমা খাতুন। এমনই এক পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরের পর হৃদরোগে আক্রান্ত হন মা মুসলিমা খাতুন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এমনই সময় সন্ধ্যা ৬ টার দিকে মেয়ে ফাতেমা খাতুনকে খুঁজে পাওয়া গেছে বলে খবর আসে।

ফাতেমা নিখোঁজের পর বৃহস্পতিবার পরিবারের লোকজন স্যোসাল মিডিয়া ফেসবুকে মেয়েটির ছবিসহ পোস্ট দেন। সেই সূত্র ধরে রাজবাড়ি গোয়ালনন্দ থানার ওসি নিখোঁজের পরিবারকে মোবাইল ফোনে জানিয়েছে ফেসবুকে দেওয়া ছবির মেয়েটিকে পাওয়া গেছে। বর্তমান সে গোয়ালনন্দ থানা পুলিশের হেফাজতে আছে। কিন্তু ততক্ষণে মা চালে গেলেন না ফেরার দেশে। মেয়ের শোকেই মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মনে করছেন স্বজনসহ এলাকাবাসী।

মরহুমার দেবরের ছেলে লিটন হোসেন জানান, তার চাচাতো বোন ফাতেমা খাতুনের প্রাবসী এক ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়। নতুন সংসারে সে কখনও যায়নি। পিত্রালয়ে থাকতেন ফাতেমা খাতুন। গত ৩০ আগস্ট তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। সেই থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার দুপুরে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আর সন্ধ্যায় খবর আসে বোন ফাতেমাকে পাওয়া গেছে। তিনি বর্তমানে রাজবাড়ি গোয়ালনন্দ থানাতে আছেন।