ঝিকরগাছায় অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে ২শতাধিক অন্ধ, বোবা, প্রতিবন্ধী, পানিবন্দী, অসচ্ছল ও আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।

বুধবার ও বৃহস্পতিবার উপজেলার গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারন, নির্বাসখোলা, হাজিরবাগ, বাঁকড়া ইউনিয়নের জলাবদ্ধতাসহ দুঃস্থ অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, চলতি বছরের অতিবৃষ্টিতে পানিপন্দীসহ অসচ্ছল পরিবারের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।