যশোর হাসপাতালে সক্রিয় নারী চোরচক্র এক সপ্তাহে দুইবার আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চোর চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে বহিরাগত নারী চোরদের আনাগোনায় রোগী ও তাদের স্বজনদের টাকা ও মূল্যবান সামগ্রী প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে। গত এক সপ্তাহে দুটি ভিন্ন ঘটনায় দুজন নারী চোর হাতে-নাতে আটক হয়েছে।

রোববার (৩১ আগস্ট) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা একজন রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করে পালানোর সময় নারী চোর শিউলি বেগমকে আটক করা হয়। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা। ঘটনার শিকার লাবনী নামের এক রোগীর চিৎকারে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে।

এ সময় শিউলি তার চুরি করা টাকার কিছু অংশ মাটিতে ফেলে দেন। পরবর্তীতে আরও দুই নারী অভিযোগ করেন তাদের ব্যাগ থেকেও যথাক্রমে ৫২০০ এবং ২১০০ টাকা চুরি হয়েছে, যার জন্য শিউলি বেগম দায়ী।

কোতোয়ালি থানার এসআই কামরুল ইসলাম বলেন, শিউলি বেগমের বিরদ্ধে একাধিক রোগীর টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। তার বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর ঠিক এক সপ্তাহ আগে, ২৪ আগস্ট, হাসপাতাল চত্বরে আরেক নারী চোরকে আটক করা হয়। শেফালী বেগম নামের এই নারী হবিগঞ্জ থেকে এসে এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ওই সময় নাসিমা নামের ভুক্তভোগী নারী চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ জানায়, শেফালী নামে এই নারী ট্রেনে করে যশোরে এসে এই ছিনতাইয়ের চেষ্টা করেন।

হাসপাতালে চোর চক্রের সদস্যরা রোগীর ভিড়ের সুযোগ নিয়ে নিয়মিতভাবে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করছে। এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যদিও একাধিকবার চোর আটকের ঘটনা ঘটেছে, কিন্তু মূল চক্রকে ধরতে না পারলে এমন ঘটনা চলতেই থাকবে বলে মনে করছেন সাধারণ মানুষ।