বেনাপোলে নিজ বাড়ি থেকে কসাইয়ের গলা কাটা লাশ উদ্ধার

0

বেনাপোল সংবাদদাতা ।।  যশোরের বেনাপোলে নিজ বাড়ির উঠান থেকে মিজান (৩০) নামে এক কসাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মিজান বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজান বেনাপোল চেকপোস্টের একটি মাংসের দোকানে কাজ করতেন।

ঘটনার দিন দোকানদার মিজানকে ফোনে না পেয়ে বাড়িতে লোক পাঠান। গভীর রাতে তার বড় ভাই জুলু এবং দোকানের মালিকের পাঠানো এক লোক মিজানের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি শুরু করেন।

কোনো সাড়া না পেয়ে তারা বাড়ির ভেতরে ঢুকে উঠানে মিজানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

​নিহত মিজানের স্ত্রী জানান, রাত আড়াইটার দিকে তার বড় ভাসুর ও অন্য একজন এসে ডাকাডাকি করলে তিনি স্বামীকে উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার জানান, মিজানের ছোট ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেন। এরপর বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।