সব ঠিক থাকলে মধ্যরাত বা ভোরেই লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, সহযোগিতায় কাতার

0
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে দ্রুত বিদেশে স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন।

জানা গেছে, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিতে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে। কূটনৈতিক সূত্রে বিএনপিকে আজ সকালেই কাতারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় দেশের মানুষ উদ্বেগে রয়েছে। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণজনিত জটিলতা কিছুটা কমেছে, তবে তাঁর হৃদ্‌যন্ত্রে জটিলতা রয়ে গেছে। বাকি স্বাস্থ্য সমস্যাগুলো প্রায় অপরিবর্তিত আছে।

উল্লেখ্য, গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন এবং রাতেই তাঁরা মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে পরীক্ষা করেন। এই বিদেশি চিকিৎসকেরা গতকালই তাঁর সর্বশেষ সব পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ করেছেন।

এর আগে গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে ছিলেন খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।