কেশবপুরে এক পরিবারের সদস্যদের অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে পরিবারের সকলকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। এ ঘটনা ঘটে গত বুধবার দিবাগত রাতে উপজেলার হাসানপুর গ্রামে জনৈক হাবিবুর রহমানের বাড়িতে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার হাসানপুর বাজার দক্ষিণপাড়ার একই পরিবারের তিনজন সন্ধ্যায় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন। তারা হলেন, হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪)।

রাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চোরেরা আলমারিতে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

প্রতিবেশী তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে দেখেন পরিবারের সকলে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এবং ঘর তছনছ করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই বাড়িতে তিনজন লোক সন্ধ্যার পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। চোরেরা মালামাল চুরি করে নিয়ে গেছে স্বীকার করে তিনি জানান, তারা মৌখিকভাবে থানায় এসে অভিযোগ করেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।