বাঘারপাড়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবকে যশোর-৪ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমপি প্রার্থী দাবি করে এ গণসমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার বিকেলে উপজেলা সদরের চৌরাস্তায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে-দ্বারে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, সহ-সভাপতি আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।