বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য যশোর সদর উপজেলা বিএনপির একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও মিজানুর রহমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। নারী সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ এবং সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী উপস্থিত ছিলেন।

অন্যান্য অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ছিলেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমদ, এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন।