নজরুলের ৪৯তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহাপ্রয়াণ দিবস স্মরণে প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চেতনা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

‘অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোরের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ।

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য দেন শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল। বিশেষ সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক জিল্লুর বারী, সাবেক জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান শিকদার, অধ্যাপক মাহমুদ শেখ এবং অধ্যাপক অখিল চক্রবর্তী। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও দেওয়ান মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করে ‘নজরুল চেতনা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আতাহার রহমান, নজরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আফরোজা বেগম, জিলুর রহমান; সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু; আন্তর্জাতিক সম্পাদক মোসাম্মৎ রহিমা খাতুন; অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা মিম; দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লাভলু; নাট্য সম্পাদক ইলিয়াস শরীফ; প্রকাশনা সম্পাদক আসাদুল হক আসাদ; সমাজ কল্যাণ সম্পাদক আবিদুর রহমান মিলন; প্রচার সম্পাদক গোলাম মোস্তফা; মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খানম। কার্যকরী সদস্যরা হলেন: জাহিদ আহমেদ লিটন, আব্দুস সালাম খোকন, মোহাম্মদ মনিরুল ইসলাম, রাকিবুল হাসান ও রুবেল আহমেদ সবুজ।