হত্যা করে ছিনিয়ে নেওয়া ভ্যান ঘরের মেঝেতে পুঁতে রাখে বিল্লাল

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ শেখ হত্যার সাথে জড়িত অভিযোগে যশোরের অভয়নগরে ভ্যানচালক লিমন বিল্লাহ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নওয়াপাড়া শিল্পশহরের নূরবাগ থেকে গতকাল বুধবার অভয়নগর থানা পুলিশ তাকে আটক করে। তিনি উপজেলার শংকরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

তার স্বীকারোক্তিতে, ঘরের মেঝের মাটির নিচ থেকে ছিনতাই করা ভ্যান ও বিভিন্ন স্থান থেকে ব্যাটারির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের সাতদিন পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে অটো ভ্যানচালক লিমন শেখ হত্যার মূল রহস্য উদ্ধার ও হত্যাকারীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুদল আলিম।

গত ১৩ আগস্ট মঙ্গলবার সকাল ১০টার দিকে শংকরপাশা গ্রামের একটি মাঠ থেকে গাছে বাঁধা অবস্থায় অটোভ্যানচালক লিমনের লাশ উদ্ধার করে পুলিশ।

পরের দিন বুধবার লিমনের পিতা আবুল কাসেম অভয়নগর থানায় একটি মামলা করেন। হত্যাকান্ডের প্রতিবাদে ভ্যান -রিকশাচালকরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। পুলিশ হত্যাকান্ডটি নিয়ে কাজ শুরু করে। সাতদিন পর হত্যার রহস্য ও হতাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নিহত লিমন শেখ নওয়াপাড়া শিল্পশহরের জগবাবুর মোড় এলাকার মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া আবুল কাসেম শেখের ছেলে । তিনি নওয়াপাড়ার জগুবাবু মোড়ে জিল্লুর রহমানের দোকানের বস্তা ৪/৫বছর ধরে পরিবহন করে আসছিলেন। ৪ ভাইয়ের মধ্যে লিমন ছিলেন সবার বড়।