নওয়াপাড়ার জনির বোনের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার আলোচিত ও বিএনপি থেকে বহিস্কৃত আসাদুজ্জামান জনির বোন গতকাল প্রেসক্লাব যশোরে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে মানিজারমিন ইলোরা নামের ওই নারী তার ভাইকে ব্যবসায়ী দাবি করে ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার’ করা হচ্ছে বলে অভিযোগ করেন। তবে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।

মানিজারমিন ইলোরা দাবি করেছেন, জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করার উদ্দেশ্যে স্ত্রী আসমা বেগমকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ সাজিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তার ভাই আসাদুজ্জামান জনি শাহনেওয়াজ কবির টিপুর সঙ্গে গম ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। ৪ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করার পরও শাহনেওয়াজ কবির টিপু গম সরবরাহ বন্ধ করে দেন, যার ফলে জনির ব্যবসা স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে শাহনেওয়াজ কবির টিপু আরটিজিএসের মাধ্যমে ২ সেপ্টেম্বর, ২০২৪ সালে ২ কোটি টাকা পরিশোধ করেন। এরপরও তাদের মধ্যে লেনদেন চলছিল এবং তখন কোনো ধরনের জবরদস্তির অভিযোগ শোনা যায়নি।

তিনি বলেন, গত ৩১ জুলাই হঠাৎ শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা বেগম তার স্বামীকে জনি ও তার সন্ত্রাসীরা অপহরণ করে কণা ইকোপার্কে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন করে টাকা আদায় করেছে বলে একটি কল্পকাহিনী সাজিয়ে সেনাক্যাম্পে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মানিজারমিন ইলোরা প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান জনির স্ত্রী সোনিয়া জামান ও মা রেহানা জামান।