যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ‘সবুজে সাজাই বাংলাদেশ’Ñ এই স্লোগান সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে উন্নত জাতের বিভিন্ন ফল গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি যশোরের বিশিষ্টজনেরাও অংশ নেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ দীপঙ্কর দাস, বাংলা লিংকের সিনিয়র জোনাল ম্যানেজার শওকত হোসেন চৌধূরী, প্রকৃতি ও জীবন ক্লাবের যশোর জেলা সভাপতি এজাজ উদ্দীন টিপু, উপদেষ্টা জাহিদুর রহমান গোলদার ও প্রধান সমন্বয়ক আকরামুজ্জামান।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আহসান হাবিব পারভেজ।

এসময় শিক্ষার্থীদের মাঝে বারোমাসি কাটিমন আম, কোরিয়ান জাম, কাটবাদামসহ বিভিন্ন উন্নত জাতের ফলজ গাছের তিন শতাধিক চারা বিতরণ করা হয়। এসময় গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা ভূয়সী প্রশংসা করেন।

গাছের চারা বিতরণের পূর্বে বক্তারা বলেন, সবুজ মানেই প্রকৃতি, আর প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে মানুষকে। আর প্রকৃতিকে টিকিয়ে রাখার দায়িত্ব সবার।

বক্তারা বলেন, বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় এবং তাদের বৃক্ষচারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ। গাছ মানুষকে অক্সিজেন দেয়, ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয়Ñ কিন্তু কখনও গাদ্দারি করে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অপরিসীম।

উল্লেখ্য, চলতি মৌসুমে প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে জেলাব্যাপী ২ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরনের কর্মসুচি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে যশোর খয়ের তলা ও মুসলিম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এভাবে গাছের চারা বিতরণ করা হয়।