মনিরামপুর পৌরসভায় ১৫ কোটি টাকা কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুর পৌরসভায় ১৫ কোটি টাকা বরাদ্দের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না প্রথম ধাপের মনিরামপুর পাবলিক লাইব্রেরির সামনের সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার মজুমদার, যুবউন্নয়ন অফিসার রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোত্তালিব, প্রকৌশলী হাফিজ খান, সহকারী প্রকৌশলী সাজ্জাদ উজ্জামান, পৌর নির্বাহী অফিসার তফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আলী হোসেন ও আসাদুজ্জামান রয়েল প্রমুখ।