পাইকগাছায় জলমগ্ন কলমিবুনিয়া বিদ্যালয়ের মাঠ

0

জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছার কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ চারপাশে জলবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় দশ বছর যাবৎ বৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হয়। এব্যাপারে কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই বলে প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান।

সরজমিনে দেখা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১৯৬৪ সালে ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ৮২ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শিক্ষক সংখ্য ৪,শিক্ষার্থী সংখ্যা ৫৪ জন।

প্রতিষ্ঠানের পেছনে শ’শ চিংড়ি মাছের ঘের। বিদ্যালয়ের পাশে পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি কালভার্ট। কিন্তু চাঁদখালী,বিষ্ণুপর,স্লুইস গেট বন্ধ থাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ রয়েছে। ফলে বিদ্যালয়ের মাঠ মাসের পর মাস জলমগ্ন থাকে। চলতি বছরও এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত দেড় মাসে একটানা বৃষ্টির কারণে পানি না নামায় মাঠে হাটু পানি জমে আছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম বলে জানান প্রধান শিক্ষক বিকাশ বরণ সানা।

তিনি আরও বলেন মাঠটি বালু মাটি দিয়ে ভরাট করে উঁচু করা হলে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। একই সাথে স্লুইস গেট উন্মুক্ত করা হলে চাঁদখালী ইউনিয়নবাসী জলবদ্ধতা থেকে মুক্তি পাবে। মুক্তি পাবে সব সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ মোল্লা বলেন, কিছু মানুষ গেটের মুখ বন্ধ করে রাখায় পানি সরবরাহ বন্ধ হওয়ায় বৃষ্টির অতি বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ খুবই জরুরি।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বিদ্যালয়টি এমন অবস্থা হয়েছে সে ব্যাপারে বিদ্যালয় কতৃপক্ষ কোন কিছু অবহিত করেননি। তবে তাদের সাথে যোগাযোগ করে একটি আবেদন নিয়ে চলতি অর্থ বছরে মাঠ ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।