ভৈরব নদের সেতু পুনর্র্নিমাণে স্থবিরতা ১০ গ্রামের মানুষের অসহনীয় দুর্ভোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ভগবতী তলায় ভৈরব নদের ওপর পুনর্র্নিমাণাধীন সেতু এবং এর বিকল্প চলাচল ব্যবস্থা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ।

এই পরিস্থিতিতে রোববার সকালে ভগবতী তলা গ্রামবাসীর একটি প্রতিনিধি দল যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে। এই দুর্ভোগ শুধু যাতায়াত নয়, স্থানীয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনযাত্রাকেও মারাত্মকভাবে ব্যাহত করছে।

স্মারকলিপিতে গ্রামবাসী উল্লেখ করেছেন, সেতু নির্মাণ কাজের জন্য মূল যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে একটি বেইলি ব্রিজ স্থাপন করা হলেও, সেটিও এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এর ফলে অসুস্থ রোগী, শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলজিইডি এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতের নির্দেশ অনুসরণ না করে নির্মাণকাজ বন্ধ করে রেখেছে। প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে এবং কোনো অগ্রগতি নেই। একদিকে সেতুর কাজ বন্ধ, অন্যদিকে বিকল্প ব্যবস্থা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে।

নদী পারাপারের জন্য এখন মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ভিটু, গোলাম মোস্তফা, নওশের আলী, আব্দুল হান্নান, মো. হাফিজুর রহমান, আব্দুল লতিফ, সাহাদত ও মো. মোগবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে প্রতিনিধিদের আশ্বস্ত করেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত সংশ্লিষ্ট দপ্তরসমূহের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।