মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থানে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মনিরামপুরে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুজ্জামান, সহকারী অধ্যাপক মহিবুল্লাহ মনু, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে গ্রাফিতিতে প্রথম হয়েছে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, দ্বিতীয় মনিরামপুর সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাজগঞ্জ ডিগ্রি কলেজ।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন আক্তার নীপু, দ্বিতীয় মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মরিয়ম হাসান এবং তৃতীয় হয়েছে খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা খাতুন। উচ্চ মাধ্যমিক স্তরে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী অন্বেষা ব্যানার্জী, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন একই কলেজের সানজিদা কবির ও মালিহা মেহনাজ।