যশোর জেলা ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সাথে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পর্যায়ে সংগঠনটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।