যশোরে প্রায় দেড় কোটি টাকার ৮ সোনার বারসহ ২ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আবারও সোনার বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার নড়াইল সড়কের তারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ৮ পিস সোনা বারসহ দুই যুবককে আটক করে তারা। একই দিন বিকেলে আটকদের যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয় এবং ৪৯ ব্যাটালিয়ন বিজিবির নায়েক সদানন্দ সরকার একটি মামলা করেন।

আটকৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার ঘিবা গ্রামের আবু সাঈদ (২৭) ও মহিনুর রহমান (৩১)।
সদর উপজেলার চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

এসময় আটক আবু সাঈদের প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় সাদা কাগজ দিয়ে মোড়ানো ৪টি এবং মহিনুর রহমানের প্যান্টের পকেট থেকে আরও ৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার মোট ওজন ৯৭০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা।

এসআই মো. ওয়াহিদুজ্জামান আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই জন নিজেদেও সোনার বহনকারী হিসেবে দাবি করেছেন এবং বলেছেন ৫ হাজার টাকার বিনিময়ে তারা বারগুলো বহন করে নিয়ে যাচ্ছিলেন। তবে কে তাদের সেগুলো দিয়েছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, সে বিষয়ে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে গত রোববার যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ধলগাঁ বাজার থেকে ১১টি সোনার বারসহ তিন জনকে আটক করেছিল বিজিবি।