যশোর বোর্ডে এইচএসসি পদার্থ, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যায় অনুপস্থিত ১০৩৯ জন, বহিষ্কার- ২

0

বিশেষ প্রতিনিধি ॥ যশোর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) রোববারের পরীক্ষার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে, এদিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিন পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র ও যুক্তিবিদ্যা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের আওতাধীন ১০ জেলার ২৪০টি কেন্দ্রে ৫৭৫টি কলেজের মোট ৩৯ হাজার ৭৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। এর মধ্যে ৩৮ হাজার ৭২১ জন পরীক্ষায় অংশ নেন, ফলে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৯ জন। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬১ শতাংশ, যা গত বছরের একই দিনের (১ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় বেশি। গত বছর এই দিনে অনুপস্থিতির সংখ্যা ছিল ৮১১ জন।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন বাগেরহাটের মংলা কেন্দ্রের একজন (রোল নম্বর ২৩৯-১০০৫৩৭) এবং যশোরের কেশবপুর কেন্দ্রের একজন (রোল নম্বর ৪০২/১০৩৪০২)।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।