বিপুল হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত বাপ্পীসহ আটক- ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যাকাণ্ডের মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পী ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের রেলরোড চারখাম্বার মোড় এলাকা থেকে বাপ্পীকে এবং ভোলাট্যাঙ্ক রোড থেকে তার সহযোগী রাজীব হোসেনকে আটক করা হয়। বিকেলে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানান ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল।

আটক রিয়াজ হোসেন বাপ্পী ষষ্ঠীতলার আব্দুল খালেকের ছেলে এবং অপর আটক রাজীব হোসেন একই এলাকার আক্তার হোসেনের ছেলে।

র‌্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, নিহত আশরাফুল ইসলাম বিপুলের সাথে অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পীর পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল। কয়েক মাস আগে বাপ্পীর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে তার স্ত্রী সুমাইয়ার সাথে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সুমাইয়া আশরাফুল ইসলাম বিপুলকে বিয়ে করলে বাপ্পী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিপুলকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন। এরই জের ধরে গত শনিবার রাত ৮টার দিকে রিয়াজ হোসেন বাপ্পী ও তার সহযোগীরা ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুলকে কুপিয়ে হত্যা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বিপুলের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার পরই র‌্যাব সদস্যরা অভিযুক্তদের আটকের জন্য তৎপর হন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পীকে শহরের রেলরোড চারখাম্বার মোড় এলাকা থেকে আটক করা হয়। এরপর ভোলাট্যাঙ্ক রোডে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার সহযোগী রাজীব হোসেনকেও আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক রিয়াজ হোসেন বাপ্পীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্বে দুটি মামলা রয়েছে। আটককৃত দুজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম বিপুলকে হত্যার ঘটনায় গত শনিবার গভীর রাতে নিহতের মা মোমেনা খাতুন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। রিয়াজ হোসেন বাপ্পী ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন ষষ্ঠীতলার মোস্তোর ছেলে রুবেল, বালিয়াডাঙ্গার রব এবং চাঁচড়া ডালমিল এলাকার ইমন।

মামলার এজাহারে মোমেনা খাতুন উল্লেখ করেছেন, সুমাইয়াকে তার ছেলে আশরাফুল ইসলাম বিপুল বিয়ে করেন। এই বিয়ে করাকে কেন্দ্র করে রিয়াজ হোসেন বাপ্পী আশরাফুল ইসলাম বিপুল ও সুমাইয়াকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত শনিবার রাতে রিয়াজ হোসেন বাপ্পী মোবাইল ফোন ও মেসেঞ্জারে মেসেজ দিয়ে তার ছেলে আশরাফুল ইসলাম বিপুলকে ষষ্ঠীতলায় ডেকে নিয়ে যান। বিপুল সেখানে গেলে উলি¬খিত আসামিরা তাকে কুপিয়ে হত্যা করেন।