ঝিকরগাছা সম্মিলনী বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা সম্মিলনী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের (ছাত্রী) অংশগ্রহণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক এবং ইন্টারনেটের ভয়াবহতা থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

রবিবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় ওসি নুর মোহাম্মদ গাজী এসব সামাজিক ব্যাধির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের সচেতন থাকতে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কাজী ইদ্রিস আলী সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিতা রানী বাড়ই, মর্জিনা খাতুন, হাফিজুর রহমান, জিয়াউর রহমান, দয়ানন্দ হালদার এবং সংকর রায়।