ভারতে পাচারকালে বিজিবির অভিযানে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক- ৩

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরে ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। আজ ভোরে জেলার বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ওই স্বর্ণের চালানটি আটক করে বিজিবি’র ৪৯ যশোর ব্যাটালিয়নের জোয়ানরা।

আটককৃতরা হলেন, ব্রাক্ষ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহম্মদ আলির ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।

৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ধলগা রাস্তা মোড় এলাকা থেকে সন্ধেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। এরপর তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে লুকিয়ে রাখা ১১টি বার জব্দ করা হয়।

স্বর্ণগুলো তারা ঢাকার তাতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে বাহক হিসেবে নিয়ে এ জন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা ও অপর ২জন যশোর- চৌগাছা সীমান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লক্ষ ২৭ হাজার ৯৩০ টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।