শার্শায় ড্রেন নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত- ৪

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেবসহ ৪ জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার দিকে শার্শা থানা ভবনের পেছনে।

সংঘর্ষে আহতরা হলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা গ্রামের আকবার আলীর ছেলে আরঙ্গজেব(৫২), জব্বার আলীর ছেলে আব্দুল জলিল(৫৫), আসাদুজ্জামান বাবলুর ছেলে অর্ণব আহম্মেদ(২৫) ও আকরম আলীর ছেলে আসিফ আহম্মেদ(২৫)। আহতদের মধ্যে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অর্ণব আহম্মেদ ও আসিফ আহম্মেদ যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অর্ণব আহম্মেদ ও আসিফ আহম্মেদের অবস্থা গুরুতর।

সূত্রে জানা গেছে, সোমবার সকালে শার্শা থানা ভবনের পেছনে একটি ড্রেন নির্মাণের কাজ চলছিল। এ সময় অর্ণব ও আসিফ তাদের জমির ওপর দিয়ে ড্রেন নির্মাণে বাধা দেন। এ সময় বিতর্কের এক পর্যায় দু-গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ জন আহত হন।

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব বলেন, সরকারিভাবে থানার পেছনে ড্রেন নির্মাণের কাজ চলছিল। এ সময় তিনিসহ কয়েকজন সেখানে গেলে দেখতে পান অর্ণব ও আসিফ ড্রেন নির্মাণে বাধা দিচ্ছেন। তখন বিষযটির প্রতিবাদ করলে অর্ণব, আসিফসহ কয়েকজন তার ওপর হামলা করেন।

শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেন, থানার পেছনে তার জমির ওপর দিয়ে ড্রেন করতে বাধা দেওয়ায় তার ছেলে অর্ণব ও তার ভাইপো আসিফকে বেদম মারপিট করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে.এম রবিউল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।