দীর্ঘ এক সপ্তাহ পর ছাত্রদল নেত্রী মরিয়ম খাতুনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার।। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আই.সি.ইউ বিভাগের এইচডি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেত্রী মরিয়ম খাতুন (২২) অবশেষে বারণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিনগত রাত ২ টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত মরিয়াম খাতুন শার্শার বেনাপোলের শফিকুল ইসলামের কন্যা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ঢাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং বেনাপোল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেত্রী মরিয়ম খাতুন (২৩) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে গত ২৯ জুন বিকালে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আই.সি.ইউতে এইচ ডি ইউতে ১ং বেডে ভর্তি করা হয়েছিল।

আইসিইউ বিভাগে কর্তব্যরত সিনিয়র ডা. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তারা যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাঁচানো গেল না।