সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে ইসলামী আন্দোলনের মহাসচিব

0

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের গ্রামের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সমবেদনা জানিয়েছেন দলের মহাসচিবসহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ গতকাল যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের ডাক্তার জালাল উদ্দিন, হেলপার আসিফ, মধুগ্রামের জিল্লুর রহমান, ঘুরুলিয়ার মোস্তফা ও আব্দুল হালিম-এর বাড়িতে যান। তিনি নিহতদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন, জেলা সভাপতি মিয়া মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। মহাসচিব নিহতদের স্বজনদের আর্থিক সহায়তাও প্রদান করেন।