সন্ধানী যশোর মেডিকেল কলেজ ইউনিটের নতুন কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মেডিকেল কলেজে গঠিত হয়েছে সন্ধানী ইউনিটের নতুন ১৫ সদস্যের কমিটি। ২০২৪-২৫ মেয়াদের জন্য গঠিত এই ইউনিটের আহ্বায়ক হয়েছেন সামিউল ইসলাম সানি এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. শাহাদাত হোসেন।

সোমবার নবগঠিত কমিটির সদস্যরা যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ.এইচ.এম আহসান হাবিব এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক সামিউল ইসলাম সানি, যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, এবং কার্যকরী সদস্যবৃন্দ: খাইরুজ্জামান শিহাব, রাহাতুল আলম রুমি, সৌরভ সরকার, কিশোর দেবনাথ, আয়েশা আক্তার, তিলেত্তমা বর্মণ, আদৃত দাস, মো. বায়েজীদ, পূজা বনিক, মেহেদী হাসান, ইমুন হোসেন, শান্তা সেন ও তপস্বী সাহা।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদ সেশন (২০২৪-২৫)-এর সভাপতি মোস্তফা আব্দুল কাইয়ুম ইমান এবং সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান গত ২১ জুন এই কমিটি অনুমোদন দিয়েছেন।