দুটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ২ সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার ॥ পেশাদার চোর ২৪ মামলার আসামী মোহাম্মদ আলী ও ১৪ মামলার আসামী খলিল গাজীকে শনিবার গভীর রাতে উপশহর এলাকা থেকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। তাদের দেয়া তথ্যে সাতক্ষীরা থেকে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল ও ‘মাস্টার চাবি’ উদ্ধার হয়েছে। গত ৩০ মে রেল রোড থেকে মোটর সাইকেল দুটি চুরি হয়।

আটক মোহাম্মদ আলী (৪০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে ও মো. খলিল গাজী (৩৬) চন্ডিপুর গ্রামের জব্বার গাজীর ছেলে।

ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঞা জানান, যশোর শহরের রেল রোড চারখাম্বার মোড় এলাকার বাসিন্দা কলেজছাত্র জুয়েল রানা গত ৩০ মে মুজিব সড়কস্থ সেইলর শো রুমের সামনে তার ব্যবহৃত হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেল রেখে ভেতরে যান। প্রায় ২০ মিনিট পর বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেন।

এরপর গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মঞ্জুরুল হক ভূঞাসহ এসআই মো. কামরুজ্জামান ও এসআই রঞ্জন কুমার উপশহর এলাকায় অভিযান চালান।

এ সময় সেখান থেকে চোরচক্রের সদস্য মোহাম্মদ আলী ও খলিল গাজীকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। আটকের জিজ্ঞাসাবাদে তারা সেইলর শো রুমের সামনে থেকে হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন। পরে তাদের স্বীকারোক্তিতে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে চুরি যাওয়া হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। রোববার আটক দুই জনকে যশোরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।