কালিয়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন

0

নড়াইল সংবাদদাতা॥ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনর প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নড়াইল পৌরসবভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ,অধ্যাপক বিএম নগিব হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর,সেলিম রেজা ইউসুফ, গোলাম কিবরিয়া মিটু প্রমুখ।