এপ্রিলে নির্বাচন ঘোষণার মাঝে ১/১১-র ষড়যন্ত্র থাকতে পারে : রাশেদ খান

0

স্টাফ রিপের্টার, ঝিনাইদহ॥ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য দিন ঘোষণার মাঝে ১/১১-র ষড়যন্ত্র থাকতে পারে। এপ্রিল মাস গরমের মাস। ওই সময় দেশের মানুষ ফসল নিয়ে ব্যস্ত থাকেন। এপ্রিলে নির্বাচন হলে স্বাভাবিকভাবেই ভোটার উপস্থিতি কম হবে। এভাবে ৪০ শতাংশের কম ভোট দেখাতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশনের নতুন প্রস্তাবে রয়েছে, ৪০ শতাংশের কম ভোট পড়লে ওইসব আসন ও কেন্দ্রে পুনরায় ভোট হবে, এটা ওই ষড়যন্ত্রের অংশ।

বুধবার ঝিনাইদহে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের রিহান হোসেন রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আমর বিন মারুফ জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।