চৌগাছায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় একই দিনে নারীসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন পানিতে ডুবে, একজন বিষপানে ও অপরজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার মন্মতপুর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া আক্তার (৩০) পারিবারিক কলহে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে যশোরে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্ত শেষে বাড়িতে এলে দাফন সম্পন্ন হবে।

উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আসাদ আলী দফাদার (৬৮) সকালে বাড়ির অদুরে জাকির হোসেনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।

স্বজনরা জানান, তিনি মৃগ রোগে আক্রান্ত ছিলেন। সকাল ১০ টার দিকে ওই পুকুরে গোসলে নেমে রোগে আক্রান্ত হন ও পানিতে ডুবে মারা যান তিনি। গ্রামের ইউপি সদস্য আবু সালাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে মঙ্গলবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের ইছাপুর গ্রামের মৃত বুদো বিশ্বাসের ছেলে টিটো হোসেন (৫৮) হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন। স্বজনরা দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে স্বাস্থের কোন উন্নতি না হওয়ায় যশোরে রেফার করেন চিকিৎসক। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।